সেদিন গোধুলী ক্ষণ নিস্তব্ধ হৃদয়!
আঁখি দুটি বিচলিত জাগরিত ভয়।
নির্জন শান্ত রজনী বিদায়ের বেলা
বাতায়ন পাশে বসি বিরহী একলা।
মুছে দিল অনুরাগ এককত্ব স্মৃতি!
শান্ত মনন ভরেছে অনাদর প্রীতি।
অচেনারে ভালবেসে এই পরিণাম
ছলছল আঁখি দুটি দিয়ে যায় দাম।
বিরহে মন আড়াল গত নিশিরাত!
বিদায়ের জয়গান শোক অনুতাপ।
সমীরণে গন্ধ বহে আশা জাগে ক্ষণ
সহসায় কেন জানি খুঁজে ফিরে মন।
প্রিয়তির ছলভরে নিশিতে দহন!
বিদগ্ধ বেদনা ভরা ব্যাথিত মনন।