মার্ত্যলোক আলোকিত শারদ সূচনা
পিতৃপক্ষ শেষ তিথি অঞ্জলি অর্চনা।
মাধুরির সঞ্জীবন আলোক মন্জিলী
তমগুণে শক্তিরূপ নন্দিতা শ্যামলী।
আশ্বিন শারদ প্রাতে শুভ মহালয়া
প্রতিপদ কল্পরম্ভা আত্মায় অভয়া।
দেবীদূর্গা দাক্ষায়ণী আদ্যাশক্তি বহে
গঙ্গা ঘাটে অশ্রুজল ঝরে সোৎসাহে।
মহামায়া পদধ্বনি স্মৃতি জাগরণ
স্মরণে পিতৃ পুরুষ মননে তর্পন।
মহাযুদ্ধে লোকান্তর মধু ও কৈটভ!
প্রত্যাশিত অমরত্বে তারা উপাসক।
আত্মার শান্তি অর্হন্তে শুভ মহালয়
সাঙ্গ হলে ভবলীলা বিমোচিত হয়।
[ইন্ডিয়ার সকল হিন্দু কবি বন্ধুদের জন্য রচিত]