নির্জনে গোপন ভয়ে হৃদয়ের ভাতি
মোহ ভরা পৃথিবীতে সবই অতিথি।
সত্যের আত্মায় বাস ইশ্বরের বাণী
ধর্মরস ছায়াসঙ্গী করে আত্মজ্ঞানী।
পবিত্র আদেশে কভু নেই জাতিবেদ
খুঁজে পায় মূল্যহীন শেষে মতবেধ।
ইশ্বর অদৃশ্য সত্য হৃদে বিরাজিত
অদেখায় জীবকুল হলো শংকিত।
দুরাত্মা মনুষ্যেচিতে যারা অধার্মিক
বৃথা তার অশ্রুত্যগ না হলে প্রেমিক।
কুঞ্চিত সাধন করা যত আয়োজন
জল ঝরে নয়নের বিষাদ মনন।
ধরনীর খেলাঘরে রিক্ত হস্ত শেষে
চির বিদায় সহসা আত্নাহীন লাশে।