ভুলোমন অনেকেই অতীতের কথা!
তব শোক দিনমান ভরে উঠে ব্যাথা।
আড়ালের হাসিমুখ সেদিনের স্মৃতি!
আদিহীন যাতনায় মিছে ছিল প্রীতি।
বিশ্বাসের দ্বিধাদ্বন্ধে কিছু কালোমুখ
অনাদর অভিপ্রায়ে ভরা রয় শোক।
কেউবা বরণ তাহা করে অশ্রুজলে!
ভাবনাতে ফুটে ফুল বিষবৃক্ষ ফলে।
অনুষঙ্গে ফিরে আসে দূরে রয় বাধা!
মিছেময় হাসিমুখে পাপে তারা সদা।
আজও দুষ্ট আত্মায় উঁকি দেয় ক্ষণে
যাতনায় দিনগুলো গাঁথা ছিলো মনে।
অনাদরে কাছে ঘুরে ভবে আলোহীন
অবিনয়ী মর্ত! কে শুধিবে তার ঋণ?
শ্রদ্ধেয় কবি, মোঃ সিরাজুল হক ভূঞা-এঁর প্রবর্তনায় সৃজিত।