সত্যপ্রিয় কর্মগুলো সব ধর্মে আছে
সত্য খুঁজে ব্যর্থ নয় যদি কেউ যাচে।
শূন্য হতে পূর্ণ পথে সত্যে চলা প্রাণ
অধর্ম তাহার কাছে নাহি পায় স্থান।
মিথ্যেপথে খোঁজরত ব্যর্থ যারা হয়
ধর্মমতে ভিন্ন পথে তারা মিথ্যে রয়।
গোপনীয় নেই কিছু খুঁজে যদি মন
ধর্মমতে সত্য পথে সত্য বুঝে জন।
সত্য কল্প মিথ্যে নয় সত্য জয় হয়!
সত্যপথে গেলে কেউ নয় তার ভয়।
বাসনায় সত্য সাথে করে বিচরণ!
ভিন্ন মতে ভিন্ন ভাবে প্রভুর দর্শন।
সত্য পথে অন্বেষ্টায় সত্য নিহারণ!
মিথ্যেপথে সত্য নয় মিথ্যে তব মন।