ধর্ম কর্ম নিজ রথে করে নিজ মন!
অদেখায় পাপ পূর্ণ ঢাকা আবরণ।
অদৃশ্য নসিবে যত লিখনীয় কথা!
ভরষায় পথ চলে তুষ্ট কিবা ব্যথা।
সত্য বিধানে সত্যতা চির সত্যময়!
সেই সত্য দূরতায় নাহি হবে জয়।
হেলাফিলে গত হয় অগোচর ক্ষণ!
শেষকালে রথযাত্রা যাতনায় মন।
সত্যফল লিখনীয় সত্য বিধিলিপি!
অজানায় মনতুষ্ট পূর্ণ কিবা পাপী।
সত্য ধর্ম সত্য পথে করিতে পালন!
আপনায় শপে তাই যাচে নিবে মন।
সত্য সাথে সৎ পথ যেথায় বরণ!
চির সত্য পরকাল সুখী তব মন।