সত্যের সন্ধান করা তৃষাভরা মন!
বিষদৃষ্টি অগোচর সেথায় আপন।
আঁখিপাতে সংশ্রয় তথা মনোরথ!
ভ্রষ্টাচার জন্ম নেয় বৈচিত্রে ইষৎ।
সত্যপথ ব্যর্থ হয় মিছে অধোগতি!
বিদলিত আত্মা সব বৃষল প্রকৃতি।
অকৈতব সংশয়ে পাড়ি নিত্যদিন!
অভিশপ্ত মায়াজালে পরিবৃত ঋণ।
যেই পথে অস্তিমান ভ্রান্ত উপাসনা!
ধর্মান্ধতা পথ ভুলে সত্যহীন জানা।
জীবাত্মা নবত্ব ভরে জয়ী নিশিদিন
চিরসত্যে কুন্ঠা মুক্ত সাকল্য রঙ্গিন।
মনুষ্য হৃদয়ে যদি মিথ্যে বাস করে!
পাপকরী পথ তার কাঁটা হয়ে ভরে।