পাপ পুণ্যে নিদ্রাগত তথা সরূপতা
ভিন্নভাবে যাচে এক সত্য মর্মকথা।
সর্ব ধর্মে কর্মগুলো সত্যতার কাছে
বিভক্ত করে মনুষ্য ভিন্নভাবে যাচে।
আপনিতে ডাকে মন নিজ পরিজ্ঞাত
ভিন্ন ধর্মে ভিন্ন নামে করে অশ্রুপাত।
সর্ব কর্মে সত্য আছে সত্য লয়হীন!
বোধয়িতা রেষ ধন্দে গত হচ্ছে দিন।
বিশ্বাসে প্রভুর স্থান আছে সত্যময়!
জীবনান্ত কোন ক্ষণ বৃথা কল্পক্ষয়।
অদৃশ্য শক্তি অনন্ত চলে নিত্যকাল
ভিন্ন দর্শন জগতে এক মায়াজাল।
নিরবদ্য সর্ব কাজে যাচনায় মন!
সত্যের আত্মা নির্বৃতি রয় চিরন্তন।