সিজদায় লুটে যদি সত্যাশ্রয়ী মন
সফলতা হয় তার করিয়া ভজন।
বিধাতার কাছে জমে যত ফরিয়াদ
সংশয়ে ফিরে নাহি কভু তার হাত।
আপনিরে ত্রুটিহীন সর্বময় কাছে
জপকারী মন ভরে মুক্তপথ যাচে।
বাসনার মায়া ত্যাগ করে ইবাদত
মুছে যায় পাপ তার মুক্ত রয় পথ।
অপরাধী নয় মন মুছে পাপরাশি!
তুষ্টপথে দিব্যদৃষ্টি আঁখিদ্বয় ভাসি।
ইচ্ছাত্নক উপাসন শুদ্ধ হৃদ ভরে!
হেসে উঠে প্রাণ তার নিবড়ন পরে।
নিরলে নিঠুর মন শপে দিয়ে একা!
তুষ্টতায় পাড়ি জমে প্রিয়তায় দেখা।