মায়াভরা অবিরোধ ব্যাকুলতা ভার
প্রিয়তায় ভরা রূপ রয়েছে আঁধার।
অব্যক্ত মনের ভাষা সেথায় গোপন
বিরহিয়া তব পরে জননে মনন।
আশার আলোয় ক্ষীণ নিদারুণ ভাতি
অপেক্ষায় স্বপ্নখানি নাহি হলো সাথী।
কিছু তার স্মৃতি হয় নির্মম বিস্ময়!
চলে গেলো দিনমান হয়ে অসদয়।
অতীত স্মৃতির বিষে অসীম অনল!
বাতায়ন পাশে বসে চোখ ভরা জল।
স্বপ্ন হন্তারক নারী ছলছল চোখে!
অদেখার পরিণাম অনাদরে রাখে।
হেরি রূপ দূরতায় স্বপ্ন মায়াজাল!
নির্জনে নয়ন জল ঝরে অন্তরাল।