স্নিগ্ধতায় কেশবতী দেখি শোভাময়
মোহমায়া আবরিত করিয়াছি জয়।
অজানা আশার জাল অনুরাগ তার
ভাললাগা জমে ছিল নাহি বুঝিবার।
অপেক্ষার স্বপ্নগুলো দেয় হাতছানি
পথপানে চেয়ে থাকি আশায় রজনী।
কন্ঠধ্বনি চেপে আসে প্রাণিত নয়ন
দৃষ্টিক্ষুধা ভরে আসে পিয়াসিত মন।
গোধুলি এক প্রান্তের অতিশয় ক্ষন
চিত্তহারী জয় ছিল ললাটে লিখন।
উচ্ছাসিত প্রতিশ্রুতি দুটি হৃদে বাস
প্রাণবন্ত হৃষ্টচিত্তে সপ্রেমে বিলাস।
নির্জন রজনী ভরা বৃথাতায় প্রীতি
নিষ্ঠুর ছলনা তার যৌবনের কৃতি।
বেদনার বোবাকান্না দূরে প্রিয়জন
বিষময় স্মৃতি নিয়ে ভরে উঠে মন।
রাত্রির তুচ্ছ কল্পনা ভাগ্যকাশে শোক
অচেনারে ফুল ভেবে ভুল যোগাযোগ।
মিছে ছিলো অনুরাগ কল্প অনুভূতি!
স্বপ্নগুলো নিদারুণ ছলনায় স্মৃতি।