মু‌ছে যায় অ‌ভিলাষ আসে রাত্রিচর
সাথী হয় মরুমায়া কাঁদে অগোচর।
হৃদয়জ তব ভ্রমশীল কা‌ছে আর!
মি‌ছে দুর্ম‌তি জড়া‌য় হৃদ অগ্নিকার।

অ‌সিদ্ধ মায়ায় বোধ্যর পাপকর ঋণ
নির্দয় ভরা স্মৃ‌তিতা বিষময় দিন।
কর্বুর সুরে নিলয় ক‌রে রা‌খে তাড়া
অন্ত‌রে উষিত ভার যেন পথহারা।

প্রদীপ্ত সকল প‌থ কাঁটায় সঙ্গ‌তি!
দুরদৃষ্ট সৃষ্ট হ‌য়ে থে‌মে যায় গ‌তি।
জীবন বিষা‌দ ভর ব্যকুলতা পর!
গ্লা‌নিভরা অশ্রুজলে নিরব কাতর।

জীবন জিঙ্গাসা শূন্য অনাদর প্রী‌তি
আত্মায় জড়া‌নো শত সংশয় স্মৃ‌তি।