আমার স্বপ্নেরা মৃত পথ ভুলা মন!
তবুও যেন জাগিয়া উঠে মনোবন।
অবহেলা ভরা হিয়া খোঁজরত নাহি
অশ্রুজলে মূল্য বৃথা সংশয়ে চাহি।
ভালবেসে বিরহিয়া একি চলাচল!
আগমনী এক রথে বিষময়ী ফল।
হৃদ ভরা নিঠুরতা ক্ষণে উছলিয়া
অবুঝ ভাষার কান্না একীকৃত হিয়া।
স্মৃতির বাদী হলাম স্মৃতিপট খুলে
পাষাণ এমন মন থাকে তবু ভুলে।
সেই স্মৃতি চিরদিন ভেসে উঠে মনে
দিন রাত্রি বাস করি বিরহিয়া বনে।
তার কাছে শুভ নয় সেই পরিচয়
অবিশেষ ঝরে তাই মুছি আঁখিদ্বয়।