বেদনার কথা লিখি দিনরাত জাগি!
মুক্তি হবে কোনপথে নাহি তবু জানি
এইতো জীবনে বহে গত শোকানল!
কার কাছে গেলে পাবো সুখময় চল?
মধুর স্মৃতি জন্মেনা কভু মন ভরে
অসহায়া দিন যায় অভিনয় করে।
কেন যেন ভুলিবার অপরাধ মনে!
বিরহের ফুলগুলো কাঁটা হয় ক্ষণে।
কত আর কস্ট হয় জীবন অঙ্গারে!
আবেগের ক্ষয় নাই ভুলিবার তারে।
যতদিন বেঁচে থাকি শোকাহত মন!
নিজমনে শোক রাখি করিয়া জনন।
অদেখা নসিব কেন ক্লান্তিতে বেড়ায়
অবাঞ্ছিত স্মৃতি শোক মনে উছলায়।