ভুলে গেছি পরিচয় নেই যোগাযোগ
সহসায় জাগে মনে হারানোর শোক।
ক্ষণিকের অভিমান অবেলার পরে
দিনগুলো ক্ষয় হলো কঠোরতা ভরে।
স্মৃতির দঙ্গল কভু মুছনীয় নয়
দুজনার ভাললাগা শেষে পরাজয়।
ক্ষধাতুর পিপাসায় মনে উছলায়
ছলছল চোখ দুটি জলে ভরে যায়।
কাঁটায় সাজানো তার কুসুম কানন
আবেগের যুদ্ধে যেন দুর্গত মনন।
নারীকে যাচনা করে দহনে পুরুষ
রহস্যের সৃষ্টি খুঁজে বাড়ে আফসোস।
ইচ্ছেগুলো সমাধিতে করি নির্বাসন
মাকালের রুপমোহে কাঁদে হৃদাসন।