কাম ক্রোধ মোহ লোভ মিথ্যে অহমিকা!
জন্ম নিলে অকরণি হৃদে মরিচীকা।
অদৃশ্য চেতনে এই ছয় রিপু বাস!
মূল্যহীন ছলনায় করে সর্বনাশ।
অজানায় রূপগুলো করিলে ধারণ!
বাসনায় কুপ্রভাব হয় অন্বেষণ।
বৃথা তার পরিণতি কালক্রমে পর!
এভাবেই সহজাত হয় অগোচর।
তবুও মানব মনে আশা বেঁচে থাকে!
শুন্যতায় কর্মফল ভুল কল্পলোকে।
জয়ী হয় শয়তান মানব আত্মায়!
অন্তিম জনম শুন্য বৃথা শুদ্ধতায়!
মনুষ্য মনন যদি মুক্তি পেতে চায়!
ষড়রিপু নিয়ন্ত্রণ ছাড়া কিছু নাই।