কলেরবে অবসর করি অন্বেষন
প্রত্যুষ হতে সন্ধ্যায় আসে কিছুক্ষণ।
আগুনে স্মৃতি পুড়াই চেতনায় ধ্বস
অকারণে অভিমানে কাটাই দিবস।
গন্তব্যহীন পিপাসা দুর্গত মনন
ক্ষণিকের অভিরূচি নিপুণ সাধন।
প্রাণে স্বপ্ন জমেছে ললাটের স্তরে
ক্ষীণ পাপ বেদনায় ভীষণ অন্তরে।
তীব্র সঞ্চারে সময় পাহারায় বৃথা
বিলীন হলে অস্তিত্ব মিছে আত্মকথা।
শান্তনার হাতছানি শিয়রে প্রদীপ
আশার তপ্ত সমীরে আর্স্য অন্তরীপ।
ইদানিং বেগবান সময়ের স্থির
স্পৃহায় হৃদয় যেন বৃথায় অস্থির।