স্মৃ‌তিময়ী অবসরে একা অন্তরাল
রাত যায় নিদ্রাহীন অ‌নিষ্ঠ সকাল।
সমস্ত মি‌ছে কল্পনা ভরা অ‌ভিঘাত
ব‌হ্নিরূপ জাগ‌রিত অশ্রুময় জাত।

অব‌্যক্ত মনন ভরা নী‌ড়ে ফি‌রে একা
স্পর্শ তার স্মৃ‌তি হয় আশাময় দেখা।
মু‌ছে গে‌লো অনুতাপ অজা‌ন্তে মনন
ফুল হ‌তে মালা গাঁথা নী‌ড় পুষ্পবন।

স্বপন জে‌গে উঠে‌ছে অন্তরাল একা
বাতায়ন পা‌শে তার ক্ষ‌ণি‌কের দেখা।
ক্ষ‌ণি‌কের সেই স্মৃ‌তি ছিল ভরা বুক!
কেউ যেন কোন‌দিন নি‌য়ে গে‌ছে সুখ।

নিঝুম রা‌ত্রি তব উচ্ছাসী ভরা মন!
স‌ত্যপ্রিয় অনুরাগে জড়ায় মিলন।