বছর ঘুরে আবার এলো রমজান!
সত্য পথে রত করো সাধনার মান।
শুদ্ধচিত্তে ইচ্ছেগুলো করো সমর্পণ!
দিনমান উপবাসে পূণ্যতা অর্জন।
কৃপাপার্থী মন যদি অশ্রুজলে ভাসে!
সাধনার একমাস মুক্তি হয়ে যাচে।
অমিথ্যায় নিবেশিত আত্ন সংযম!
অন্তরাত্মা জানে মান কত গূঢ়তম।
শুভদৃষ্টি করে সৃষ্টি কুসুম কানন!
মাসজুড়ে অবলম্বী সুকৃতি অর্জন।
মোহনীয় ভাগ্যকাশে পাপ রয় জমা
রমজানে অন্নাহার করে নেই ক্ষমা।
মানবের অভিপ্রায় সাধনার প্রতি!
অন্বেষণ করে নিও অন্দরে নিবৃতি।