ইরানের লোককথা ধারিত্রীর বুকে
শাশ্বত স্মরণীয় পিতা পুত্রের শোকে।
ছেলে রুস্তম মহাবীর গেলো শিকারে
ক্লান্ত হয়ে নিদ্রাভাব ভরে আপনাকে।
ঘুম ভেঙ্গে শিহরিত ব্যাকুল হৃদয়
চুরি করে প্রিয় রক্ষ অজানা নির্দয়।
পদচিহ্নে গড়া তেষ্টা এষণা মনন
মেহনতে ছুটে যান রাজ্যে সমাঙ্গন।
প্রিয় হয়ে গৃহাগত সেখানেই তিনি
রাজকন্যা তাহমিনা দেখে উদাসিনী।
একদা প্রণয় হলো অনুরাগে মালা
জন্ম নিল বীর সুত ভরায় নিরালা।
নাম হলো সোহরাব ধূর্ত মহাবীর
অগোচরে তার পিতা রয়েছে অধীর
রুদ্ধ ষড়যন্ত্রে করে যুদ্ধের সূচনা
রণক্ষেত্রে জন্মদাতা পুত্রক অচেনা।
চোখে পরে সহসায় বাঁধা বাজুবন্ধ
মুখোমুখি পিতাপুত্র রক্তে বিজরিত।
দ্বিধান্বিত হয়ে যায় তাদের প্রবৃত্তি
নিজের হস্তে পুত্র নাশ পেল অতৃপ্তি