অনুভবে প্রিয় হয় দেখে একবার
দূরে রাখে ভাগ্যে আশায় কাঁদিবার।
শিরি ফরহাদ অমর প্রেম কাহিনী
অজান্তে মিশে যায় দুই অভাগিনী।
বিষন্নতায় জড়ায় তাদের দুজনকে
সব ভুলে মেনে নেয় অদৃষ্টকে।
চিরতরে বিরহীর এই দুটি মনন
রেখে গেল স্মৃতিময় করে স্মরণ
ব্যার্থ প্রয়াস ধরণী দাহ্য করে
উন্মাদনা সব ভুল করে হৃদয়ে।
অবাঞ্চিত স্বপ্ন নাড়া দিয়ে গেলো
চিরতরে বিরহী ঋণ কস্ট জমলো।
অমরত্ব দুটি মন প্রেমিক মননে
সমব্যাথা আপন হয় প্রিয় খোঁজে।