ফু‌টেনা‌ আগের ম‌ত শাপলার ফুল!
অতী‌তের সেই স্মৃ‌তি হৃদ‌য়ে ব‌্যকুল।
চ‌লে গে‌ছে দিনমান তৃষা ভরা ব‌্যথা
ভু‌লে যাই অ‌ভিমান যাতনার কথা।

নয়ন উজার ক‌রে শূন‌্য বিল পা‌ড়ে!
ছু‌টে যাই ফুল ভে‌বে ম‌নে হয় তা‌রে।
শাপলার ‌সেই ফুল না‌হি ফু‌টে আর!
মনসাধ ভরা থা‌কে তা‌রে দে‌খিবার।

মু‌ছে গে‌ছে অ‌ভিলাষ পরাজয় ভা‌বি!
অশ্রুভরা শূন‌্যতায় একা লা‌গে স‌বি।
অন্তরাত্মা বি‌ষ হ‌য়ে পু‌ড়ে গে‌ছে মন!
না‌হি তার দেখা মি‌লে ভ‌রায়ে যাতন।

সেই খুঁ‌জে দিন রাত একা অসহায়!
বৃথা তব ফু‌টে‌ছি‌লো ফুল শাপলায়।