আনার কলির রূপে মুগ্ধ শাহজাদা
আশাবদ্ধ অভিসার হৃদয়জ বাঁধা।
রাজপুত্র বিলোকিত হৃদ প্রেমজাত!
চিত্তহারী প্রতীক্ষায় ললাটে আঘাত।
হৃদয় ভাঙ্গা যন্ত্রণা প্রেমে মাতোয়ারা
পিতা করে নিবারণ ঝরে অশ্রুধারা।
প্রেমাসক্ত অকারণি মানস পতন!
একীকৃত ব্যাকুলতা লালস চেতন।
পুত্রের বিরুদ্ধে জঙ্গ বিচিত্র পর্যাস
মেনে নেয় অভিভব প্রিয়হীন বাস।
অনুরাগ দহনীয় শোক একাধারে!
জীবন্ত গতরে প্রিয় শায়িত কবরে।
বিরহীয়া রাজপুত্রে বিভোরতা ভরে
আনার কলির স্মৃতি অঙ্গারিত করে।