অরাধ‌্য কখনো হয় বিফল প্রলাপ!
সহসায় সঙ্গী আর মি‌ছে সুখালাপ।
আকাঙ্খায় বিভা ভরা ললা‌টের ঋণ
‌চিত্রকল্পে শোকসম কে‌টেছে সু‌দিন।

চারুতায় আ‌বির্ভাব আয়া‌স বিলাপ
হর্ষময় জ‌ন্মে আসে ক্লেশ চুপচাপ।
ত্রিযামায় শত ম্লান কেঁদেছে ভুবন
ভান‌তির মমতায় গত হয় ক্ষণ।

বহুরুপী পিপাসারা ম‌নে জ‌ন্মে ব‌ৃথা
স্মর‌ণের কৃপারূপ অবকা‌শ সেথা।
বৈরীতার চিত্রতট লোচ‌নের দেখা!
মোহমায়া নারী‌প্রেম য‌তি কৃশকায়া।

বক্ষ ক‌রে‌ছি উজার শো‌কের দহ‌ন
দর‌দের শোভা রয় তথায় গোপ‌ন।