বহুরুপী মনুষ্যত্বে বিরাগী সংসার
সঙ্গবিমুখ আদর্শে শুন্য অন্তঃসার।
নিশিরাত নির্জনে বৈরাগী মনন
বেদনার অর্চনা বৃথা কুঞ্জকানন।
নিদারুন অপেক্ষা করে নিবেদন
অরণ্যে মোহমুগ্ধ জীবন যাপন।
বন্দী আত্মায় ক্লেশ অজানা হতে
সমীরে শোক বহে হৃদয় প্রাতে।
আহার বর্জন করে নহে ধর্মচার
লোভে হয়ে মগ্ন বৃথা আত্নপ্রচার।
নিঠুর সুখ সাধন ভুল আরাধনা
দরদে স্নান করে মিছে কল্পনা।
ইসলাম ধর্মতে সন্ন্যাসীয় জীবন
স্থান নাই চিরকাল করে বিভাবন।