নিঠুরতা ভরা মন শোকের সাগর!
চিরতরে মমতাজ করে গেছে পর।
একাকী বিরহ আর সিক্ত মমতায়
উছলিত কাঁদে মন তীরে যমুনায়।
সমাধিতে প্রিয়তীয় একীকৃত রয়!
দিন যায় বিরহের করে ছায়াময়।
উত্তাল হৃদয় ঢেও তব স্তুতি বুনে!
প্রিয়হীন কাটে দিন সকরুণ মনে।
হৃদয়ের লেনদেন কভু অশ্রুজল!
মন ভরা অভিলাষ হয়েছে বিফল।
মুছে যায় অভিমান রয় অনুরতি!
প্রিয় পত্নী রেখে যায় মধুময় স্মৃতি।
রাজকীয় সমাধিতে রয়েছে অমর!
মমতাজ নেই আজ! প্রেম নিরন্তর।