প্রিয়তম! বসে তার বাসর স্বপন
প্রণয়ের বন্ধন ভরসার প্রহরে।
মুছে সে বিরহ পরম আকুলতায়
শত ফুল কত ভুল! বুঝা নাহি দায়।
শান্তনার বহুকাল মিটে পিপাসায়
মায়াবী সে বাসনার প্রণয়ে সুধায়।
বাধা বুক পিপাসার!নিশি ভোর হাসে
প্রহর লগনে মুগ্ধতা শুভ সমাহে।
জগতের এই সংসারীর ছলনে
আনন্দ যে নিরবে জ্বেলে যায় দহনে।
প্রতিবার দায় তার সুখ হারাবার
অপেক্ষার সৃজন বিরহ বেদনার।
বিষন্ন মন নির্জনে রয় অভিমান
অকালে ফুরায় তব প্রণয়ের দান।