আদ্যশক্তি দেখে সব অজানা গন্তব্য
বোধহীন মনুষ্য বুঝে না অভক্ষ্য।
সৃজিত গোপন বেধ শোভা অঙ্গখানি
বিদ্বেষের ইবাদত ধর্মতে চায়নি।
ক্লান্তমন বিদ্বিষ্ঠ রত উপসনালয়ে
মনস্তাপ প্রদান নিকষ কালো জলে।
আবাস স্বর্গীয় পেতে চায় বহুজনে
দোষারুপ অদৃষ্টের সাদপুরা মনে।
পাথেয় অর্জন অপকৃষ্টে আছে কেউ
তার মাঝে বৃথাসুর ধার্মিকতা ঢেও।
বিভ্রান্ত শত প্রয়াসে আর্জি ছড়াছড়ি
যাচনায় ভুল বৃথাতে সুরালয় ভরি।
একাগ্রচিত্তে সুধাও নিজ প্রাণভরে
ইশ্বর কেন পাঠালেন ধরণী মাঝে।
গভীর চেতন জাগাও মনে মশগুল
ভুল পথে সাধনায় কেন হও আকুল
গোচরে ধারণ করো হৃদে ধর্ম ভরে
শপে দাও ইচ্ছাকে দেবগৃহ তরে
আঁধার যেমতি বিভাকে করে গ্রহণ
সব জীবাত্মা তেমনি করো নিবেদন।