অনন্ত শ্রদ্ধার প্রাত্র ছিল একজন
লোভে সে মরিয়া মত্ত তার মন।
বৃথাস্বপ্ন মানস্পটে অবাঞ্চিত আর
সংসার বিরাগী সে হয় শতবার।
পরম ব্যাথায় তার মন উছলায়
সীমাহীন বেদনায় অশ্রুর ধারায়।
বেশি অহংকার! এ গোড়ামী কারণে
ফুল ভেবে মাকালের গন্ধ নেয় মনে।
তৃষা তপ্ত তার মন হৃদে কষ্ট নিয়ে
রসাতল ঠাই মিলে তার এ জীবনে।
নিদারুন বেদনায় ঐ দুটি নয়ন
বৃথাস্বপ্ন হয় তার সকল সৃজন।
বেলা ফুরায়ে বিষন্ন মনে আঁখি ঝরে
লোকে শ্রদ্ধা করে তাকে ছলনায় ভরে।
-সনেট