নিরাশায় উন্মাদিত আশা তব হাত
ভাললাগা নিবিড়তা সুখ শত রাত।
অনন্য স্থিরতা হয়ে অশ্রুবারি ঝরে
ভাবনা বাস্তব রূপে অরাধন করে।
স্মৃতির জমানো পাতা পূর্ণতা ভিতর
সুখের উত্তাল মোহে যেন করে পর।
নিঠুরতা ভরা মন শপে দেই আমি!
তার যত অভিমান হয়েছিলো দামী।
খন্ডিত হৃদয় ভরে আখি দুটি স্থির!
হারিয়ে যায় সেথায় কখনো অস্থির।
জোৎস্না হয়ে ছড়ায় ভরা আকুলতা
উদাসীর মন তব নাহি বুঝে ব্যথা।
প্রীতি হয়ে কেন যেন ঝড়ায় মনন!
সুখের পরশ মুছে তব কাটে ক্ষণ।