অপেক্ষার অতিক্রম্য হয়নি যখন!
মননে স্বপ্ন বাসর নিগূঢ় তখন।
কামনায় অনালোক দুর্ভাগা ভজন!
শিয়রে প্রদীপ জ্বলে রূক্ষ আঁসজন।
সুখময় স্মৃতিগুলো জেগেছে তৃষায়!
অকারনি নিবেদন ক্ষণিক আশায়।
ভরষায় অমানিশা নিদ্রাভঙ্গ রাতি!
বৃথা সব অনুরাগ দূরে প্রিয় সাথী।
নেই কোন অধিকার প্রিয় আকাঙ্খার
অনাদরে অবহেলে ভরে অশ্রুধার।
আমি না হয় অবাচ্য প্রিয়তির কাছে!
চিত্তহারী হয়ে শেষে আকুলতা মিছে।
সহসায় অগ্নিবৃষ্টি ছড়ায়েছে ভাতি!
প্রজ্জলিত দুই ধার নিদ্রাহীন সাথী।