শাড়ির আচলে শুরু রাখির বন্ধন
পূর্ণিমা তিথিতে করে বিনাশ সাধন।
শুভ উৎসব রাখি, হিন্দু শাস্ত্রমতে !
পবিত্র বন্ধন বাঁধে ভাই বোনে হাতে।
রাখিতেই ভালবাসা লুকায়িত থাকে
চন্দন, চাল অক্ষত সাজিয়ে রাখে।
দই মিস্টি লাল ধাগা হাসিমুখ ভরা
রক্ষাসূত্রে পরিচিত হিন্দুধর্মে ধরা।
রাখির পুজোয় ধূপ, প্রদীপ জলন্ত
দীর্ঘ আয়ু কামনায় সেইতো মুহূর্ত।
মঙ্গল বাসনা করে সকল বোনেরা
ভদ্রার ছায়া থাকলে ক্ষান্ত হয় তারা।
শ্রাবণ পূর্ণিমায় ঝুলন যাত্রা শেষে!
ভাই বোনে রাখি বাঁধে কত ভালবেসে।
(আসরে, হিন্দু ধর্মের সকল কবি বন্ধুদের উদ্দেশে লিখিত)