আনারকলির রূপে মুগ্ধ শাহজাদা
আশাবদ্ধ অভিসার হৃদতায় বাঁধা।
প্রেমাসক্ত অকারণি মানস পতন!
মোহবদ্ধ আঁখিপাত লালস চেতন।
হৃদয় ভাঙ্গা যন্ত্রণা বহে অশ্রুজল!
পিতা করে নিবারণ বেদনার্ত ফল।
রাজপুত্র চন্দ্রাহত হৃদে প্রেমজাত!
প্রতীক্ষায় নির্মমত্ব জনকের ঘাত।
পুত্রের বিরুদ্ধে জঙ্গ বিচিত্র পর্যাস!
মেনে নেয় অভিভব প্রিয়হীন বাস।
অনুরাগ দাহ করে শোক একাধার!
জীবন্ত গতরে প্রিয় শায়িত আঁধার।
আনারকলির স্মৃতি চির স্মরণীয়!
অভিলাষী রাজপুত্রে হার বরণীয়।