নরভাগ্য কি পায় নারী কেন বুঝেনা?
বিধবার জ্বালা তাই পুরুষ জানেনা।
সবকিছু ঘটে কি বিধাতার লিখনে?
নিয়তিকে বিশ্বাস করেছি আনমনে।
ভরপুর ভালবাসা কেন হয় মিছে?
বিচ্ছেদে যেন তার সব কেড়ে নিছে।
হৃদয়ে ঋণ রেখে যায় মানবে মানব
চরিত্র কেন হয়েছে এমন অভিনব?
দাহ্য কেন মনপ্রাণ ভাল হয়ে চলে
যাতনা কেন পায় দুঃখের অতলে।
তপ্ত রয় প্রিয়তম কেন মন বলে
সকুরুণ আঁখি দুটি বেদনার ছলে।
কে দিবে উত্তর অজানা সবার মনে
সব মুছিবে একদিন হৃদয়ের ঋণে।