মনোভিষ্ট তনুখানি প্রার্থনায় রত
বিধাতার অনামিত্র হৃদে সন্নিবদ্ধ।
অদৃশ্যে বিশ্বাস টান প্রভুর আদেশ
জপকামী চিরদিন শ্রয়ণের বেশ।
ন্যায়নিষ্ট ক্রিয়াযোগে হয় গানুভব
অজ্ঞনতা দূরে থাকে উত্তরণ সব।
পরিশুদ্ধ ভজনের ফলোদয় যথা
অন্তরাত্মা কিণ্বমুক্ত দূরে প্রবণতা।
পাপাসক্ত হৃদয়ের বিলেপন খুলে
আখেরাতে জরাধন সুখ হয়ে দোলে।
পারাপারে স্বাধীনতা সংবেদী মন
মুক্তি পেতে শুদ্ধতায় জপ আয়োজন।
ইবাদত সিদ্ধি যার হৃদে সুখাধার
ভবিতব্য চিরদিন ভাল হয় তার।