শুদ্ধচিত্ত বাসনায় করিলে ভজন!
মনোরথ পূর্ণ হয় তথা আসাদন।
অধর্ম বিনাশ করে পাপ বিমোচন!
হৃদয় জানে অর্চনা সত্যের ধারণ।
পবিত্র আত্মার যুষ্ট বিধাতার প্রতি!
সফলতা তার কাছে প্রাণে অভিরতি।
চিত্তহারী মুক্ত মনে গোপন গমন!
মোহমায়া ভরা হলে বৃথা আরাধন।
লালায়িত ইচ্ছাগুলো হৃদে বসবাস!
দহনীয় করে শেষে জন্মে অবিশ্বাস।
সহসায় একদিন হবে পারাপার!
সমাধিতে ছায়াময় নেই কেউ আর।
পথহারা উপাসনা হলে মন সাধ!
হৃদয়ের পাপগুলো করে আর্তনাদ।