আরশ মন্জিল সৃষ্টি প্রভুর মহিমা!
শুন্যতায় অন্ধকার তখন নীলিমা।
রবির বিকালে সৃষ্টি করে প্রাণবন!
সুশোভিত গাছপালা নয়নে তখন।
নিষিদ্ধ বৃক্ষের সৃষ্টি হলো ইশারায়
সমসুখে মোহমায়া বসে নিরালায়।
একই যুগলে সৃষ্টি প্রথম জান্নাতি!
অদর্শিত শয়তান করে অবনতি।
অদৃষ্টে লিখন তথা করেছে ভক্ষন
কাঁদে হৃদ দুজনার খুঁজে প্রিয়জন।
চিরদিন তার ফল ছলনায় শোকে
অতিশয় দিন পাড়ি পৃথিবীর বুকে।
রহস্যের সৃষ্টিতত্ত্ব পবিত্র কুরআন
বিজ্ঞান করেছে তার সহস্র প্রমাণ।