জমে আছে অভিমান বিশটি বছর!
একাকার করে গেছে একত্ব জীবন
কেশবতী ভেবেছিল হয়ে যাবে পর
ভুলে যাবে বিরহিয়া শোধরাতে মন।
পাড়ি রাত দিন মনে পড়ে সেই কথা
অতীত পাল্টে হৃদয়ে নাহি ভুলোমন!
গত হয় দিনমান জেগে উঠে সেথা!
হিয়া মাঝে চমকিত করেছে আপন।
চাহিনি তব শূন্যতা চেয়েছে পূর্ণতা!
ভুলে গিয়ে অভিমান সংশয় স্মৃতি!
তব বিরহের কাছে জমেছিল কথা।
নবরূপ হয়ে আসে প্রেমময় প্রীতি।
আজও ক্ষান্ত মনন তব আপনায়!
ফিরে আসে সুধাভর সেই ভাবনায়।