মনে তার বাস করে সর্বদা গৌরব
ভাবে মহান নিজেকে! মিথ্যে তার সব।
বিরাট বড় হয়েছে! নিজেকে মানছে
অহমিকা মন তার সদা যে ভাসছে।
রসাতলে ডুবে যায় এমন সম্মান
ভাবে পন্ডিত শিয়াল! তার খুব দাম।
খুঁজে পাইনি কিনারা! এত বোকা কেনো?
লজ্জা হবার কথা তার বুঝে সে যেনো।
হিংসা-অহংকার নিত্য সঙ্গী তার
সুধাও নিজ কলম! লিখো সত্যতার।
আত্নগৌরব করে সে নিজের ভুলের
পরিণাম ভাল নয় তাহার মনের।
নিচু মন হেদায়াত হয় যেন তার
কবিত্ব চাও? বাদ দাও অহংকার।
-সনেট