নির্জনতা ছায়াময় মিথ্যে কল্পক্ষয়
তন্দ্রাহারা রজনীতে বিস্ময় ভাবনা
জেগেছিল অভিপ্রায় শত অভিনয়
বাতায়ন পাশে উদাসীন একমনা।
ক্ষণিকের প্রিয় মুখ মনে পড়ে যায়
তার স্মৃতি ধরে রেখে হয় আনমনা
হৃদে অভিগত কান্না শত কামনায়
আবৃত কেন শান্তনা সবই অজানা।
অব্যক্ত মনন ভরা ফুল মালা গাঁথা
মনের অজান্তকল্পে ঝরে অশ্রুজল
তার স্মৃতি স্পর্শ হয়ে বিরহের কথা
অন্তরে বিলাপ আর বিষবৃক্ষে ফল।
মিলনের সাথী হয় সত্যি অভিপ্রায়!
অনাদরে ফুটে ফুল শত অপেক্ষায়।