নারী তার ছলনাতে পুরুষের কাছে
অন্তরালে প্রিয়জন ভাললাগা মিছে।
দেহের লালসা আর চরিত্রের কথা
মিথ্যে যত আলাপন মোহভরা তথা।
পরকীয়া লালসায় সব ফেলে আসে
নারীরাও বদলে যায় পুরুষের কাছে।
বঞ্চিত বুক আর দেহে ভরা আকুলতা
লোভে মত্ত ফল তার ক্ষনিক প্রিয়তা।
ধিক্কার সহ্য করে পুরুষ প্রতিটি রজনী
চোখে জল ঝরে পড়ে মনে করে সজনী।
পুনশ্চ! কতকাল আর ভাল থাকা যায়!
পুরুষ নিজেই সম্পর্ক ধরে রাখার দায়।
তবুও মেনে নিতে হয় নারীর ভালবাসা
হেয়ালি বন্ধনে তব বিচ্ছেদ মিছে আশা।
স্তম্ভিত বিবেকহীন পাগলের মত প্রস্থান
সত্য মুছে যায়নি কলমে লিখিত দান।
কি থেকে যায় অবশেষে? শুধু প্রতারণা
দেহ মন দুটি প্রাণে জন্ম নেয় যে যন্ত্রণা।
লালসায় পরকীয়া পরিবারে অবহেলা!
সহ্য করেই জেগে উঠে সংসারী খেলা।
ইশ্বর মুক্তি দেয়নি নারীর ছলনা হতে
মিথ্যে নামক প্রিয়তির মিছে পদঘাতে।
সত্যকে আড়াল করে গোপনে ধারণ
পরকীয়া নামে বৃক্ষ করে যে রোপন।
ফল তার কাটযুক্ত বেইমানী করেনা
আহরণ করে নিতে কভু ভুল হয়না।