অসীম দারিদ্র যার অনুতাপী মন
অদৃষ্টে আয়াশ তার বৃথায় রোদন।
অভিপ্রায় জমা রয় হয়ে আচ্ছাদন
নিয়তির পাড়ে থাকে বৃথা অন্বেষণ।
অতিশয় ক্ষুদ্র আশা গহন আঁধারে
নিঠুর হৃদয় তার কাঁদে অন্তরালে
দৈনতার অভিশাপ ব্যাথাতুর মনে
সুখগুলো দূরে থাকে হয়ে আনমনে।