সার্বত্রিক সৃষ্টিরাজ্য তৌহিদের মাঝে
আদি অন্ত ব্যক্ত গুপ্ত পবিত্রত্ত্ব নিজে।
চার পাশে যত কিছু সংবৃত্তি আছে!
সাত্ত্বিকতা তার মাঝে সংশ্রয় যাচে।
জীব জড় অনৈকট্য বোধ দৃশ্যমান
জাতরূপে ইচ্ছাময় সৃষ্টি করে দান।
অতীতের খোঁজরত মানবক মন!
বিধিলিপি নির্ভরতা অমূলক জন।
সৃষ্টি রূপধারী কিছু তার ছায়াময়!
অদৃশ্যের শিরোদেশ সুনজরে জয়।
বোধশক্তি অবিশুদ্ধ হলে অসমতা
সৃষ্টিতত্ত্ব অগোচর রয় আচ্ছন্নতা।
সমগ্র ঘোষনা রত পরাত্মা নির্মল!
দৃষ্টি খুলে বিচিত্রতা দূর দৃষ্টি ফল।