অভিপ্রায় জন্মেছিল গোপন আত্মার
বঞ্চনায় তকদির ক্ষুব্ধ অধিকার।
হিয়া ভরে অনুরাগ মিছে ভালবাসা
রুদ্ধ হৃদে প্রস্তরিত ফলহীন আশা
জীবন সত্তা কুঞ্চিত করুণা বিহীন
তেষ্টায় দুর্গত মায়া কষ্ট অন্তহীন।
কঠোর রোদন করে নিবিড় মননে
হীনতায় নেত্রজল ঝরায় গোপনে।
পাইনি কূল কিনারা ভীষণ তালাশে
অনুতাপী ছিল সব অদৃশ্য আবেশে।
অশেষ দৈনতা কুড়ে বৃথাব্যয় করি
সীমাহীন ক্লেশময়ে ভুলপথ ধরি।
বিচিত্র জীবন পাড়ি হৃদে নির্যাতন
নিয়তির অভিলাষ দেয় জালাতন।