ক্ষৌরকার করে তার নিত্য কাজকর্ম
অদ্ভুদ! ঈদের মাঝে কিছু অকর্ম।
উপেক্ষায় মুখ দেখে কুৎসা অর্জন
বিড়ম্বনা তার কাছে পায় শতজন।
কেশবিন্যাস করার সিরিয়াল নাই
দৃষ্টান্ত প্রতি সেলুন! সব এলাকায়।
ক্ষণিকের ভুুলোমন অতীত ব্যবসা
চলে গেলে ঈদ! ডুবে তার প্রশংসা।
চেতনায় গর্বভরে মনের কিনারা
নয়নের স্বপ্নসুখ বোনাসের তাড়া।
কেন যেন! অনুগ্রহ মানবের মন
অবহেলা মেনে নেয় ঈদ যতক্ষণ।
প্রতিটি ঈদেই তার যন্ত্রনা পেয়েছি
নিজের রাগে নিজেই একাকী জ্বলছি।