ভালবাসা অভিরাম কামনায় রয়
পুণ্যতায় ভরে থাকে বিবর্ণ হৃদয়।
অগণিত হাজীদের নয়নের পাতে
হর্ষভরে ছুটে আসে ধরা স্বর্গসুখে।
জান্নাত হতে প্রেরিত শ্বেতকা স্বরূপ
শোভা আছে কাবাগৃহে হয়ে অপরূপ।
হাজীগণ চুমু দেয় পাথরের গায়
সহসায় আত্নহারা পাপ মুছে যায়।
ধবল এই প্রস্তরে অনাচার গ্রাসে
শ্যামবর্ণ রূপসম দেহের আবেশে।
হাজরে আসওয়াদে শত্রু হানা করে
স্থিতি হয় নিয়তির সত্য অধিকারে।
বিধাতার অভিপ্রায় পাথরের শোভা
ইসলাম ধর্মতলে ছড়িয়েছে প্রভা।