পদ্মার কিনারা হতে চোখ যায় দূরে
আনন্দ উচ্ছাসে ভরে হৃদয়তা জুড়ে।
মনোরেম প্রাকৃতির চারদিকে ঘেরা
পদ্মাপার তার মাঝে মনে হয় সেরা।
ধূ ধু বালুকায় ভাসে চোখে ছলছল!
চারপাশে বহে পানি করে কলকল।
শোভাময় হয়ে আছে কতকাল ধরে
প্রকৃতির সেই রূপ দেখে মন ভরে।
সুখের কান্নায় ভাসা শত গল্প কথা!
রাজশাহী পদ্মাপাড় তার স্মৃতিগাঁথা।
মনে হলে আজো মন চলে যায় সেথা
একবার গেলে কেউ নাহি ভুলে তথা।
অচেনারে দেখে মনে বাড়ে আকুলতা!
কাছ থেকে ঘুরে এলে জাগে তার কথা।