শখের ফুলদানিতে রাখা শোকফুল
আশাবদ্ধ ছিল সেথা মনসাধে ভুল।
ফুলেল গন্ধ বাসনা আবেশ জড়ায়!
প্রিয়তির রূপ স্মৃতি কভু না শুকায়।
চলে গেছে দিনমান ভরা তার স্মৃতি
উন্মিষিত অবহেলে ভুলোমন প্রীতি।
অনুরাগে ভরা দিন সে করে হরণ!
বাড়িতেছি দেনা আর ভাবনায় মন।
সেথায় কাঁদে বাসনা মালা হয় বৃথা!
একাকৃত নিজ মনে আসে নিরবতা।
আবেগের ফুলগুলো হয়ে যায় মিছে
মন কাড়া শত কথা পর হয়ে যাচে।
অশ্রুফোঁটা ভরা জন্ম শত অভিলাষ!
পিয়াসায় জেগে উঠে ফুলেল সুভাষ।