ঘৃণার ধিক্কারে জ্বলে সমস্ত হৃদয়
আকুলতা উছলিত বিধবার মন!
কল্পনা ভরা চাহনি হয়েছে উদয়
অপরাধে জড়ায় সে ব্যাথার সৃজন ।
সঞ্চারিত আবেঘন ভাঙ্গে প্রতিশ্রুতি
কাপল পুরা অতীত নয়নের জ্বলে।
সেই বেদনার কভু হয়নিতো ইতি
হৃদয় হরণ করা ভাগ্য অবহেলে।
আশার ছলনে ভাসে পূর্ণতায় চাহে
কতো আর ভিক্ষা মাগে অনুরাগ মনে!
বৃথা প্রীতি জাগিয়েছে সত্য কিছু নহে
লোকলজ্জা নেই ভয় ছুটে আনমনে।
জড়ায়েছে হৃদয়ম শুধু অভিসার
বিধবার মন জানে সুখ দূরে তার।
(বিধবা এক মহিলার চরিত্র হতে রচিত)