নিস্তব্ধ এক রজনী ঘুম নেই চোখে!
জাগ্রত বিমূর্ত চিত্ত উদাসীন শোকে
সাথী ছিল একাকীত্ব আবদ্ধ হৃদয়!
ভেবে যাই আনমন চোখ অশ্রুময়।
চাঁদের শান্ত আলোয় পথ ধরে চলে
বিদায়ের বেলা যায় করে অবহেলে।
কি দোষ জানেনা হৃদ অনন্ত যাতনা
রেখে যায় নিজ করে বিরহ কল্পনা।
তারপর বহুদিন খুজি আমি তারে!
নাহি দেখা হয় কভু হৃদয়তা ভরে।
অসহায় হয়ে জাগে বৃথা অনুরাগ!
স্মৃতি হয়ে উছলিত প্রিয়তির ডাক।
আর যদি কোনদিন নাহি তারে পাই!
সেই শোকে প্রিয়হীন একলা কাটাই।